নাটোরের গুরুদাসপুর উপজেলার দৈনিক সমকাল প্রতিনিধি নাজমুল হাসানসহ সাংবাদিকদের ওপর হামলাকারী নান্নু বাহিনীকে দ্রুত গ্রেপ্তার এবং ওই থানার ওসি আব্দুল মতিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাকিবের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে লালপুর উপজেলার সাংবাদিকবৃন্দ।
শুক্রবার বেলা ১১টার দিকে লালপুর ত্রিমোহনী চত্বরে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের নাটোর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, প্রথম আলোর জেলা প্রতিনিধি এ্যাড. মোক্তার হোসেন, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, নাটোর জেলা সাংবাদিক সংস্থার সভাপতি সালাহ উদ্দিন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং
লালপুর থানা কেন্দীয় প্রেসক্লাবের সহ সভাপতি ইমাম হাসান মুক্তি সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারী নান্নু বাহিনীকে দ্রুত গ্রেপ্তার ও গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাকিবের অপসারণের দাবি জানানো হয়।