জামালপুরের মাদারগঞ্জে নব নির্মিত পৌর ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে৷
১১সেপ্টেম্বর ( সোমবার ) বিকালে মাদারগঞ্জে নব নির্মিত পৌর ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এম পি৷ মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির এর সভাপতিত্বে ও প্যানেল মেয়র শওকত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রশাসক জনাব ইমরান আহমেদ, জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা চেয়াম্যান ইন্জিনিয়ার কামরুজ্জামান, মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,সাভারের পৌর মেয়র হাজী মোঃ আব্দুল গণি, মেলান্দহের পৌর মেয়র শফিক জাহেদী রবিন,মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা,পৌর কাউন্সিলর হাসানুজ্জামান সাগর,পৌর কর নির্ধারক মোজাহিদুল ইসলাম প্রমূখ৷