জামালপুরের মাদারগঞ্জে প্রায় বিলুপ্তির পথে মৃৎশিল্প মানবেতর জীবনযাপন করছে এ শিল্পের সাথে জড়িত ৪০ জন কারিগর৷ সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায় মাদারগঞ্জ পৌরসভার ০৫ নং ওয়ার্ডের পালপাড়ার ৪০ জন কারিগর মানবেতর জীবনযাপন করছে৷ মৃৎশিল্পের ব্যাবহার আগের মতো না থাকায় প্রায় বিলুপ্তির এ শিল্প৷ মানবেতর জীবনযাপনের মধ্য দিয়ে এ শিল্প কে টিকিয়ে রাখার চেষ্টা করছেন এ শিল্পের কারিগররা৷ বর্তমানে এ শিল্পের কাজ করে পরিবার নিয়ে চলছেনা তাদের সংসার৷ বর্তমানে দই এর খুটি বড় সাইজেরটা এক হাজার টাকা শ,প্রতি পিছ দশ টাকা, মাঝারি সাইজের টা আটশত টাকা শ,প্রতি পিছ আট টাকা,এবং ছোট সাইজের খুটি ছয়শত টাকা শ, প্রতি পিছ ছয় টাকা৷ আগের মতো এ শিল্পের ব্যাবহার না থাকায় হতাশায় রয়েছে কারিগররা৷ এ অবস্থায় সরকারি সহযোগিতা চেয়েছেন তারা৷ তারা জানান সরকারি সহযোগিতা পেলে আবারো ঘুরে দাড়াতে পারে এ শিল্প৷ মাদারগঞ্জ পৌর এলাকার মৃৎশিল্পের কারিগর সূমিত্র পাল, জানান,আগে মাটির দাম কম ছিলো বিভিন্ন জিনিস পত্র তৈরি করে কম দামে বিক্রি করেছি সেই সময় চাহিদাও বেশি ছিলো৷ আর বর্তমানে মাটির দাম বেশি আগের মতো চাহিদাও নেই৷ অধিকাংশ ক্ষেত্রেই এ শিল্পের ব্যাবহার না থাকায় মানবেতর জীবনযাপন করতেছি আমরা৷ পরিবার পরিজন নিয়ে চলতেছেনা আমাদের সংসার৷
এই শিল্প কে টিকিয়ে রাখার জন্য সরকারি সহযোগিতা চান এ শিল্পের করিগর বিকাশ পাল, সন্তু পাল,অতুল চন্দ্র পাল,সূর্য নাথ পাল সহ অনেকেই৷
মাদারগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান সোহেল জানান, পাল পড়ার মৃৎশিল্পের কারিগরদের মাঝে পৌরসভা থেকে বরাদ্দকৃত ভিজিএফ ও টি সি বি স্লিপ পৌছে দেই৷ তাছাড়া এ শিল্পের উপর নির্ভর করে তাদের সংসার চলছে না বিধায় তারা অনান্য পেশায় ঝুকছে৷
২৯৯ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
৩০৪ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৩০ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৩৬ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪৩৬ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
৪৩৮ দিন ১৯ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৪১ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
৪৪৪ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে