নাজিবুল বাশার, মধুপুর:: টাঙ্গাইলের মধুপুরে ভূমি সেবা সহজিকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি, অনলাইনে আবেদনকারী সেন্টারের প্রতিনিধিদের এ মতবিনিময় সভা করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন। এ সময় বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক সরকার প্রমুখ।
সভায় ভূমি সেবা সহজিকরণ বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জনগণ যাতে সহজে কম সময়ে কম খরচে ভোগান্তির শিকার না হয়ে সেবা পেতে সে দিকে খেয়াল রাখতে হবে। সভায় ভূমি সেবা সহজিকরণের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
২ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
১৩ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে