মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে প্রবাসী পরিবার একাউন্টের সুবিধা বিষয়ক মতবিনিময় সভা ও রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইন ২০২৩ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) ব্র্যাক ব্যাংক বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটে শতাধিক গ্রাহকের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বিভাগের চট্টগ্রাম রিজিওনের টিম লিড কফিল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের রিজিওনাল প্রধান (এস.এম.ই) এএইচএম মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের রিজিওনাল ক্রেডিট প্রধান (এস.এম.ই) বিশ্বজিৎ দাস, চট্টগ্রাম বিভাগ রিজিওনাল কো-অর্ডিনেটর চট্টগ্রাম ডিভিশন (এজেন্ট ব্যাংকিং বিভাগ) কামরুল হাসান, টেরিটরি ম্যানেজার হাটহাজারী (এস.এম.ই) সাইফুল ইসলাম, দাগনভ‚ঁইয়া এজেন্ট এজেডএম সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ব্র্যাক ব্যাংকের নতুন একটি পরিসেবা প্রবাসী পরিবার একাউন্টের সুযোগ-সুবিধা ও একাউন্টের বিপরীতে ঋণ সহায়তারসহ বিভিন্ন সেবার বিষয় নিয়ে আলোকপাত করেন। এছাড়াও বর্তমান একই ছাতার নিচে বহুমাত্রিক ব্যাংকিং পরিসেবা প্রদান করে দেশে ও দেশের বাইরে ব্র্যাক ব্যাংক মানুষের আস্থার অন্যতম নাম হয়ে উঠেছে যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এই ব্যাপারে গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও ব্র্যাক ব্যাংক দেশ ও দশের আস্থার প্রতিদানে সর্বোচ্চ গ্রাহক সেবায় বদ্ধপরিকর।
বক্তারা আরো বলেন, ব্র্যাকের মাষ্টার এজেন্ট প্রয়াত ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের দেখানো পথ ধরে বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেট বরাবরই তার সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে আসছে। এই সেবার পরিধি আরো বিস্তর হবে এমন আশা সকলের।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএম (বারইয়ারহাট এস.এম.ই) আবদুর রাজ্জাক, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ দিদারুল আলম, রাজু কুমার দে, শাফায়েত মেহেদী, এজেন্ট রিলেশনশীপ অফিসার সৈয়দ সাদমান আবেদীন, ইয়াছিন আরাফাত সোহাগ, নিজাম উদ্দিন, সবুজ সেন, আলী জাবের, কাজী রিশাত, রায়হান চৌধুরী, আবু সাঈদ, মনজুরুল ইসলাম প্রমুখ।
এসময় ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স ড্রিম ক্যাম্পেইন-২০২৩ এর আওতায় মে-জুন মাসে সরাসরি ব্র্যাক ব্যাংকের একাউন্টে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে এ ক্যাটাগরিতে বিজয়ী হন মনজুরুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
৭ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৬ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে