মিরসরা প্রতিনিধি
মিরসরাইয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেতৈয়া ও মুরাদপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের নিয়ে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। বুধবার (২১ আগস্ট) বিকেলে তেতৈয়া দুর্গা মন্ডপে সাবেক শিক্ষক নিখিল চন্দ্রের সভাপতিত্বে এবং কাটাছরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদ উল্ল্যাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাটাছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাটাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হাসেম মিয়াজী। সভায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে শান্তিশৃঙ্খলা এবং যেকোন পরিস্থতিতে ঐক্যবদ্ধ থাকার নিমিত্তে নিখিল চন্দ্রকে প্রধান করে ১৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলো অজিত নাথ, ডা. বিকাশ চন্দ্র নাথ, আশোক নাথ, জগদীশ নাথ, অনুপম দেবনাথ, সঞ্জয় নাথ, শিউলি রায়, চিত্তরঞ্জন দাশ, উপরঞ্জন নাথ, সত্য নাথ, হারাধন নাথ, বাবুল নাথ, প্রিয়তোষ নাথ। সমাবেশে স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠনসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকলতে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে অপচেষ্টা চলালে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে শক্ত হাতে তা দমন করা হবে।
৭ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৯ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে