মিরসরাই প্রতিনিধি ‘মাটির ঘর হওয়ায় বন্যায় বসত ঘর ভেঙ্গে পড়েছে, কোন কিছু রক্ষা করা সম্ভব হয়নি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে দেখি কোনভাবে দিনযাপনের উপক্রম নেই। সবাই ত্রাণ সামগ্রী দেয় কিন্তু বাসস্থান ছাড়াতো বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। এরমধ্যে গতানুগতিক ত্রাণ সামগ্রী বিতরণের বাহিরে গিয়ে ব্যতিক্রমী আয়োজন বালিশ, তোশক ও বেডশিট পেয়ে আমরা খুশি, যারা এই উদ্যোগে নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ এমনই বলছিলেন মিরসরাইয়ের ১ নং করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের বাসিন্দা অমর দে, সমীর কর, কার্তিক দে ও দেবদুলাল দাস।
জানা যায়, স্মরনকালের ভয়াবহ বন্যায় মিরসরাইয়ে যে ক্ষতি হয়েছে তা পূরন হওয়ার নয়। নানা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমের কারনে স্বাভাবিক হতে শুরু করেছে। এরমধ্যে গতানুগতিক ত্রাণ সামগ্রী বিতরণের বাহিরে গিয়ে ব্যতিক্রমী আয়োজন ৫০০ বালিশ, ২৫০ তোশক, ২৫০ বেডশিট প্রদান করা হয়েছে। উপজেলার করেরহাট, কাটাছরা ও হিঙ্গুলী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণের উদ্যোগ নেন মিরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং ব্যবসায়ী সাইফুর রহমান হাশমী। এই উদ্যোগে সহযোগিতা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যবসায়ী ও পেশাজীবীরা। শুক্রবার ও শনিবার এসব উপকরণ বিতরণ করা হয়।
করেরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম জোয়ার গ্রামের বাসিন্দা কবির আহম্মদ, আমিনুল হক ও আবু তাহের বলেন, ফেনী নদীর তীরবর্তী হওয়ায় আমাদের গ্রামে আমাদের ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কোন কিছুই রক্ষা করতে পারিনি। আমাদের এই ক্রান্তিকালে বালিশ, তোশক ও বেডশিট পেয়ে আমরা অনেক খুশি।
বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী বলেন, বালিশ, তোশক ও বেডশিট বিতরণের উদ্যোগটি নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার উদ্যোগ। বন্যার্তরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন তারা কি করবেন। তাদের কোন কিছুইতো রক্ষা করা সম্ভব হয়নি, এই দুঃসময়ে তাদের জন্য এই উপকরণগুলো অনেক কাজে দিবে।
তিনি আরো বলেন, আমি বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদে গত জুমাতে এমন উদ্যোগ নেওয়ার জন্য মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যও রেখেছিলাম। বন্যার্তদের জন্য সমাজের যারা বিত্তশালী ব্যক্তিবর্গ রয়েছেন তাদের যার যার অবস্থান থেকে এখনি এগিয়ে আসা উচিত।
৭ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে