মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন অদম্য যুব সংঘের উদ্যোগে ১২০ জন প্রাথমিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।রবিবার উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ হিসেবে ১২০ জন শিক্ষার্থীর মাঝে বাংলা, অংক ও ইংরেজি হাতে লেখার খাতা বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন শেষে শিক্ষার্থীদের হাতে খাতা তুলে দেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার নিপা, সহকারি শিক্ষক দাউদ খান, মোহাম্মদ মোস্তফা, সুবল চন্দ্র দাস, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিশান, প্রচার সম্পাদক তারিফ হোসেন, সহ-প্রচার সম্পাদক আবিদ হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ব বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার নিপা বলেন, অদম্য যুব সংঘের এই উদ্যোগটি খুবই চমৎকার। এভাবে ক্ষুদে শিক্ষার্থীদের উপহার প্রদান করলে পড়ালেখার প্রতি তাদের মনোযোগ বাড়বে। অভিভাবকরাও সন্তানকে নিয়মিত স্কুলে প্রেরণে উৎসাহিত হবেন।
তিনি আরো বলেন, স্থানীয় শিক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র পরিবারের। অনেকের শিক্ষা উপকরণ কেনার সামর্থ্য নেই। সমাজের বিত্তবানদের এই ব্যাপারে এগিয়ে আসারও অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, অদম্য যুব সংঘের শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমটি সংগঠনের শুরু থেকেই পরিচালনা করা হচ্ছে। গত কয়েক বছর ধরে প্রাথমিকে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য হাতে লেখার খাতা বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ইতিমধ্যে বেশকিছু বিদ্যালয় ও মাদ্রাসায় বিনামূল্যে হাতে লেখার খাতা বিতরণ করা হয়েছে।
৭ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৬ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৯ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে