মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভাঙ্গা দোকান বাজারে দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলন ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবদুস সালাম সিরাজের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল হুদা হামিদী।
বি
শেষ অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর শুরা-কর্ম পরিষদ সদস্য ও দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল গফুর, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল মান্নান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা.সাইদুল ইসলাম, মাওলানা আবদুল আলীম, হানিফ নিজামী শহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নুরুল হুদা হামিদী বলেন, আওয়ামী লীগ গ'ন'হ'ত্যা'র মাধ্যমে ক্ষমতায় এসেছিল। অবশেষে ছাত্র-জনতার গনঅভূত্থানের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনার পতনের কৃতিত্ব ছাত্র-জনতাদের। শেখ হাসিনা যে অপরাধ করেছে তাকে এই দেশের মাটিতে এনে তার বিচার দাবী জানাচ্ছি।
৭ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
১৩ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১৯ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে