মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ-২৪ এর কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী ঘোষিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ইমরান খান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আসিফুল ইসলাম সৈকত। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লিলি, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম নিশান, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন তুহিন, ইসমাইল হোসেন হৃদয়, দপ্তর সম্পাদক মেহেরাব হোসেন অপি, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাকিব রহমান, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদ বিন সাইফ, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন শাকিল, নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার প্রমি, সমাজসেবা বিষয়ক সম্পাদক জারিফা জারা, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, আইটি সম্পাদক আবদুল্লাহ আল নোমান, নির্বাহী সদস্য জহিরুল আলম জেরিন, নাফিজুল হক, সাইফুল ইসলাম।
নবঘোষিত কমিটির সভাপতি ইমরান খান ও সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম সৈকত জানান, তরঙ্গ ২৪ একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। সাধারণ ছাত্রদের নিয়ে এটি গঠিত। মিরসরাই উপজেলার শিক্ষা, ক্রীড়া ও সামাজিকভাবে উন্নয়নের লক্ষ্যে সংগঠনটির পথচলা। সংগঠনটির শুরু থেকেই নিজস্ব অর্থায়নে এবং মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সহযোগিতায় মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় ১০ লক্ষ টাকার ত্রাণ বিতরণসহ উদ্ধার কাজে সার্বিক সহযোগিতা করে সংগঠনের সদস্যরা।
