উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল। চিলমারীর সিমান্তে মা ও মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ২ গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার-৩ বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

ইত্তেহাদুল ওলামা মিরসরাই'র উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার সকল ঘরানার ওলামায়ে কেরামের সংগঠন ইত্তেহাদুল ওলামা মিরসরাইয়ের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ বাজারে আল মদিনা মার্কেটের সামনে দুপুরে শুরু হওয়া মাহফিল শেষ হয় রাত ১১ টায়। তেমুহানী মোহাম্মদিয়া আজিজুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী। প্রধান মুফাসসির হিসেবে ওয়াজ করেন লন্ডনের এসেক্স জামে মসজিদ খতিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান আযহারী।  প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন চট্টগ্রাম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শফি উদ্দিন মাদানী।
আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে ওয়াজ করেন মাওলানা নুরুল কবির, মাওলানা ইব্রাহিম আল হাসান, মাওলানা জাফর উল্ল্যাহ নিজামী, মাওলানা নুরুল হুদা হামিদী, মুফতি মহি উদ্দিন আকবর আলী, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ উল্ল্যাহ, মাওলানা এমদাদুল হক নিজামী, মাওলানা হাফেজ নজরুল ইসলাম, মাওলানা এনামুল হাসান রাকিব, মাওলানা মনজুর এলাহী, মাওলানা ওমর ফারুক নিজামী, মাওলানা নুরুল ইসলাম সাইদ, মুফতি আরিফুল হক, হাফেজ মাওলানা এরফানুল হক, মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী, মাওলানা হাফেজ মোকাররম হোসাইন, মাওলানা হাসান বিন সেকান্তর, হাফেজ মাওলানা মোঃ ইউনুস, মুফতি আলী আশরাফ সিরাজী। মাহফিলে উদ্বোধনী আলোচনা করেন মাওলানা এনায়েত উল্ল্যাহ। মাহফিল পরিচালনা করেন হাফেজ আরিফুল ইসলাম। মাহফিলে ইসলামি সংগীত পরিবেশনা করে কর্ণফুলী ও স্বপ্নচূড়া শিল্পীগোষ্ঠী। মাহফিলে ক্বেরাত পরিবেশনা করেন মাওলানা ক্বারী বোরহান উদ্দিন ও মাওলানা ক্বারী আব্দুর রহমান।


চট্টগ্রাম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শফি উদ্দিন মাদানী বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) এর সুন্নাত কে ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় ভাবে বাস্তবায়ন করতে হবে। রাসূল (সাঃ) এর সীরাত বা কর্মজীবন যে মানবে তার জীবন সহজ হয়ে যাবে। মহান আল্লাহ হযরত মোহাম্মদ (সাঃ) কে উত্তম আর্দশ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তাই সর্ববস্থায় আমাদেরকে রাসূল (সাঃ) এর অনুসরণ ও অনুকরণ করতে হবে। মাহফিল শেষে দেশ-জাতি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Tag
আরও খবর