ব্যাটারি চালিত অবৈধ রিকশা বন্ধে উৎপাদন ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়ি চাষে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা লালপুরে বিএডিসির সেচ প্রকল্পে ভাগ্য খুলেছে কৃষকের।। ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শুধু পাঠদান নয়, তাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে--এ্যাডঃ আসলাম মিয়া ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাকৃবি শিক্ষাথীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শিক্ষার্থী সমিতির নেতৃত্বে লিমন-সৌরভ সাতক্ষীরায় মান্দারবাড়িয়া চরে বিএসএফ কর্তৃক পুশ ইন ৭৮ জন, উদ্ধার স্বজনদের কাছে হস্তান্তর জবিতে সেমিষ্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনের ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ নোয়াখালীতে ১৩ মামলার আসামি যুবলীগ কর্মিকে পিটিয়ে হত্যা, আটক ২ অসচ্ছল শিক্ষার্থীর পাশে জাবি ছাত্রদল নেতা হিরন বুধবার চট্টগ্রাম আসছেন প্রধান উপদেষ্টা সুন্দরবনের চরে পুশইন ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর, তিনজন কারাগারে ১১ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু: বালতির পানিতে পড়ে প্রাণ গেল মরিয়মের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আন্দোলনের নামে জবির মেডিক্যাল দখল শিক্ষার্থীদের শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদ উদ্ধার, পিকআপ আটক অনশনের ১৮ ঘন্টায়ও নেই প্রশাসনের সাড়া,অসুস্থ একাধিক শিক্ষার্থী নতুন বাজেটে বাস্তবভিত্তিক এডিপি গ্রহণ করা হবে: ড. সালেহউদ্দিন আহমেদ

মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে হামলা

মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে শসস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহতের নাম আশীষ কুমার নন্দী (৪২)। তিনি উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী তালতলা এলাকার নন্দী বাড়ীর মৃত যদু গোপাল নন্দীর পুত্র। হামলার ঘটনায় তিনি বাদী হয়ে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। হামলায় আহত আশীষ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার সময় আশীষ কুমার নন্দী সিএনজি অটোরিকশাযোগে বাড়ী ফেরার পথে পূর্ব হিঙ্গুলী নিমতলা মাজার এলাকায় সিএনজি অটোরিকশার গতিরোধ করে টেনেহেঁচড়ে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করান। হামলার ঘটনার পরদিন ১৬ এপ্রিল তিনি চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় আকাশ নন্দী প্রকাশ দিপঙ্কর নন্দী, প্রণব নন্দী প্রকাশ শুভ, উত্তম নন্দী, প্রদীপ নন্দী, রাহুল নন্দী, অঞ্জন নন্দীকে।

আহতের ভাই মরণ কুমার নন্দী বলেন, আমার বড় ভাই আশীষ কুমার নন্দীর উপর হামলাকারীরা ২০২০ সালের ৩১ অক্টোবর আমার উপরও হামলা করে। তখন হামলায় আমি গুরুতর আহত হই। আমার উপর হামলার ঘটনা এবং আমার বড় ভাই আশীষ কুমার নন্দীকে হুমকি দেওয়ার ঘটনায় ২০২৪ সালের ৯ ডিসেম্বর আমার বড় ভাই বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা সিআর মামলা (নং-৩৭৫) দায়ের করেন। ওই মামলায় আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু ও বিচারাধীন রয়েছে। পরিবারের সদস্যদের উপর বারবার হামলার ঘটনায় আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।

আহত আশীষ কুমার নন্দী বলেন, ‌হামলার দিন আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছি। হামলাকারীরা এরআগে আমার ছোট ভাই মরণ কুমার নন্দীর উপর হামলা করে। ওই ঘটনায় আমি বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে চট্টগ্রাম আদালতে সি আর মামলা দায়ের করি। দায়ের করা ওই মামলায় ১ জনের নামে ওয়ারেন্ট এবং বাকী ৪ জনের নামে সমন জারি করে বিজ্ঞ আদালত। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে আরো কয়েকজন মিলে গত ১৫ এপ্রিল সন্ধ্যায় আমি বাড়ী ফেরার পথে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। আমাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমি প্রশাসনের কাছে হামলাকারীদের যথোপযুক্ত বিচার প্রত্যাশা করছি।

বাদী পক্ষের নিয়োজিত আইনজীবী এডভোকেট একেএম মেহেদী হাসান টিটু বলেন, আশীষ কুমার নন্দীর উপর হামলার ঘটনায় তিনি জোরারগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে আসামীরা প্রভাবশালী বিধায় এবং আসামীদের নিকটাত্নীয় সিআইডিতে কর্মরত পুলিশ অফিসার তুষার নন্দীর প্রভাবের কারণে পুলিশ বাদীর মামলা নিতে গড়িমসি করতে থাকলে বাদী ঘটনার পরদিন ১৬ এপ্রিল ৬ জনকে বিবাদী করে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা (নং-১৩৭) দায়ের করেছেন।



Tag
আরও খবর






মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে হামলা

১৯ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে


প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৫ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে