মিঠাপুকুরে হাইস্কুল গামী কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ
মিঠাপুকুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প(ইরেসপা)-২য় পর্যায়ে হাইস্কুল গামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) এর আয়োজনে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের পায়রাবন্দ বেগম রোকেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বৃতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার,উপজেলা সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রংপুর এর পরিচালক রাবেয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন,পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মাহাবুবর রহমান,উপজেলা নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, বেগম রোকেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাইদুল ইসলামসহ প্রমূখ।
শামীম রানা
মিঠাপুকুর প্রতিনিধি
তারিখ : ২৯/০৮/২০২২
মোবাইল : ০১৭৪৪-৮৯৬৫৮৮