মিঠাপুকুরে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরে মিঠাপুকুর উপজেলায় ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১২টায় বেগম রোকেয়া অডিটোরিয়ামে উপজেলার সকল স্কুল,কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনারুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মিঠাপুকুর-৫ আসনের সংসদ হাবিবুর ন্নবী আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া,মিঠাপুকুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বালারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আশিকুর রহমান বলেন- শিক্ষা,স্বাস্থ্য ও খেলাধুলা আমাদের জন্য জরুরী।জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলার কথা তিনি উল্লেখ করে বলেন-শিক্ষকরাই পারেন জাতি তৈরী করতে। শিক্ষকদের শিক্ষার্থীদের পড়াশোনার যেমন বই তুলে দেওয়া হয়েছে পাশাপাশি ফুটবল ও ক্রিকেট ব্যাট তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারিরীক চর্যা প্রয়োজন বলে মনে করেন।শিক্ষকদের অনেক দায়িত্বশীল হতে হবে শুধুমাত্র সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত থাকবেন বেতনের জন্য এজন্য নিয়োগ দেওয়া হয়নি।মিঠাপুকুরের সকল শিক্ষার্থীরা যেন আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠে আলোকিত মিঠাপুকুর গড়তে পারেন।
বার্তা প্রেরক
শামীম রানা
মিঠাপুকুর প্রতিনিধি
তারিখ : ০৪/০৯/২০২২
মোবাইল : ০১৭৪৪-৮৯৬৫৮৮