মিঠাপুকুরে শিক্ষক দিবস পালিত
শামীম রানা,মিঠাপুকুর(রংপুর) প্রতিনিধিঃ
'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় মিঠাপুকুর উপজেলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষক দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্ত¡রের বেগম রোকেয়া অডিটেরিয়ামে সহকারী ভূমি কমিশনার রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর-৫ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য হাবিবুন্নবী আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য বিশিষ্ট্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বালারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান সহ প্রমূখ।
দিবসটি সফলভাবে আয়োজনের অংশ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন ।
বার্তা প্রেরক
শামীম রানা
মিঠাপুকুর প্রতিনিধি
তারিখঃ ২৭.১০.২০২২
মোবাইল ০১৭৪৪৮৯৬৫৮৮