মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ে(দ্বিতীয় ধাপে) উদ্বোধনকৃত মিঠাপুকুর উপজেলায় “আপন আলয়” নামে ৫০টি ঘর বিতরণ করা হয়েছে।এ সময় তাদের কাছে ঘরের চাবি,এক বস্তা চাল ও ঘরের দলিলপত্র প্রদান করা হয়।পরে ঘরে বসবাসকারী সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের ঈদুলপুর গ্রামে “আপন আলয়”নামে আশ্রয়ণ প্রকল্পে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বৃতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে।
উপজেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামের সঞ্চলনায় গ্রহহীনদের আশ্রয়ন প্রকল্পে ঘর বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন,উপজেলা ইঞ্জিনিয়ার কর্মকর্তা আক্তারুজ্জামান,মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্য মোস্তাফিজার রহমান ও লতিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী সহ প্রমূখ।
মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া গৃহহীনদের জন্য দেওয়া ঘর পেয়ে আনন্দ ও অনুভূতি ব্যক্ত করেন সুবিধাভোগীরা। মতবিনিময় শেষে আশ্রয়ণ কেন্দ্রে শিশুদের জন্য শিশু পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক।