মিঠাপুকুরে জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা
শামীম রানা, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিঠাপুকুরে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে একটি র্যালি বের হয়। র্যালি শেষে বেগম রোকেয়া অডিটরিয়ামে এক আলোচনা সভায় থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন এইচএন আশিকুর রহমান এমপি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে হলে যুবদের সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবদের বিষয়ে আন্তরিক। যুবদের দক্ষ করে তোলা সহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে নানামুখি কর্মসুচী বাস্তববায়ন করছেন।
জাতীয় সমবায় দিবসে র্যালি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন , ভাইস চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র মহন্ত,সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন,মিঠাপুকুর থানা ইনচার্জ মোস্তাফিজুর রহমান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার,
চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল কবির টুটুল, সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান, এলজিডি কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ।
পরে দশটি সমিতি মধ্যে ক্রস বিতরণ করা হয় এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে শেষ হয়।
বার্তা প্রেরক
শামীম রানা
মিঠাপুকুর প্রতিনিধি
তারিখঃ ০৫.১১.২০২২
মোবাইল ০১৭৪৪-৮৯৬৫৮৮
৪৬৫ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৭৫ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৭৯ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪৮২ দিন ১১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪৯১ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৯৭ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৫১৪ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে
৫১৬ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে