মিঠাপুকুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
শামীম রানা,মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২২-২৩ রবি অর্থ বছরে মৌসুমে সরিষা,গম,ভূট্টা,সূর্যমূখী,শীতকালীন সবজি বীজ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার বেগম রোকেয়া অডিটেরিয়ামে আলোচনা সভা ও বিনামূল্যের সার ও বীজ বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বৃতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর-৫ আসনের সাংসদ,জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হাবিবুন্নবী আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান মঞ্জু, মিঠাপুকুর থানা ইনচার্জ মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ।এসময় কৃষকদের মাঝে একটি হারভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন । উপজেলার ১৭টি ইউনিয়নের ৩৫০০শত কৃষকদের মাঝে বিনামূল্যে এক কেজি সরিষা বীজ,১০ কেজি করে ডিওপি ও এমওপি সার বিতরণ করা হয়।
বার্তা প্রেরক
শামীম রানা
মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি
তারিখঃ ১৩.১১.২০২২
মোবাইল ০১৭৪৪-৮৯৬৫৮৮