রংপুরের মিঠাপুকুর উপজেলায় নগদ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকা,গরু,ছাগল,হাঁস-মুরগী ও মালামাল সহ বসতঘরের ১০টি কক্ষ আগুনে পুড়ে নিঃস্ব হলো চার দিনমজুর পরিবার । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছেন দমকল বাহিনী।
গত রবিবার রাত পৌনে আটটায় উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের যাদবপুর গ্রামের বড়মসজিদ এলাকায় সাবেক মরুহুম ইয়াকুব আলী কাজীর বাড়িতে ঘটনাটি ঘটে।আগুনে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
সরেজমিনে স্থানীয়রা জানায়-বাড়ির ব্যারাকের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তে আগুন পুরো বাড়ির সকল বসতঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে স্থানীয়রা ব্যাপক চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দমকলবাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া একঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে ঐ বাড়ির চার ভাই দেলবার,মোজাম,মমিনুল ও আমিনুলের বসবাসরত ১০টি টিনসেড ঘর পুড়ে ছাই হয়ে যায়।এসময় দেলবার হোসেনের জমি চাষ করা সাড়ে তিন লাখ টাকা,২টি গরু,৪টি ছাগল ও হাঁস-মুরগী এবং আমিনুলের জমি বন্ধকের দুই লাখ টাকা পুড়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান-আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পরিধেয় বস্ত্র ছাড়া আর কিছু নেই।এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করবেন বলে জানান তিনি। পাশাপাশি ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান-খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে সবকিছু পুড়ে যায়।স্থানীয়রা ও দমকলবাহিনীর সদস্যরা মিলে ১ঘন্টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।এতে পরিবারগুলোর প্রায় নগদ অর্থসহ ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৪৬৫ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
৪৭৫ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
৪৭৯ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪৮২ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৯১ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
৪৯৭ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৫১৪ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৫১৬ দিন ২ ঘন্টা ০ মিনিট আগে