‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’- আজ জাতির গভীর অনুভব ও বেদনার দিন একুশে ফেব্রুয়ারী- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দিনটি পালন করছে পুরো দেশ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে দেশের বিভিন্ন শহীদ মিনারগুলোতে।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গর্ব আর শোকের এই দিন পালন করছে জাতি। শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে সবাই। তবে করোনা মহামারির কারণে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজনটি গত দুই বছর গুলোতে । রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতি বছর একুশের প্রথম প্রহরে মিঠাপুকুরের সাংসদ এইচএন আশিকুর রহমানের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই শুরু হয় মিঠাপুকুর বাসীর শ্রদ্ধা জানানোর পর্ব।
উপজেলার মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল রাজনৈতিক,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার রুহুল আমিন, মিঠাপুকুর থানা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি,জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
৪৬৫ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৭৫ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
৪৭৯ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৮২ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৯১ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
৪৯৭ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৫১৪ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৫১৬ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে