“ভোটার হব নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলায় পঞ্চম জাতীয় ভোটার দিবস সফল ও সার্থক করতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি মিঠাপুকুর উপজেলা পরিষদের সামনে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।
বৃহস্পতিবার ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী ভূমি কমিশনার রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের আহব্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক মিন্টু মিয়া।এছাড়াও উপস্থিত উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকার,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ একরামূল হক মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম,বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার সাধারন সম্পাদক শামীম রানা সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।