চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যে মহেশখালীর হোয়ানক ইউনিয়নে মাদক বিরোধী র্যালী ও প্রতিবাদ সভা করেছে মোহরাকাটা ছাত্র সমাজ।
শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় মোহরাকাটা বাজার থেকে এই র্যালী শুরু হয়ে ইউনিয়নটির প্রধান-প্রধান বাজার ও সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর কাশেম চৌধুরী বলেন, হোয়ানকে যারা মাদক ও জুয়াসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছাত্রসমাজকে সাথে নিয়ে তাদেরকে যেভাবে মোকাবিলা করতে হয় সেভাবে মোকাবিলা করবো। এসময় তিনি আরো বলেন, আগের রাষ্ট্র ও সমাজ পরিচালনা বদলে গেছে, এখন রাষ্ট্র ও সমাজ পরিচালনা করছে ছাত্ররা। আমি সর্বোতভাবে তাদের সাথে আছি।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, মহেশখালীর সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, ফারুক ইকবাল, ইউপি সদস্য সেলিম সিকদার, আশেক ইলাহী, শাহাদাত কবির, ছাত্র সমাজের প্রতিনিধি মো. ফরহাদ, আহম্মদ উল্লাহ রিয়াদ উপস্থিত ছিলেন, আতাহার উদ্দিন অতনু, সাজিবুল ইসলাম সাঈদী, সিরাজুল মোস্তফা, হাফেজ আবু মোছা প্রমুখ।
এসময় বক্তারা হোয়ানক ইউনিয়নকে মাদক, জুয়া সহ সকল ধরনের অপকর্ম রোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
১৩১ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৩৫ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৪৩ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে
১৫২ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৫২ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫২ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫২ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫৪ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে