কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের ১৫ কোটি টাকার সমমূল্যর ক্যাবেল জব্দের সময় নৌ বাহিনীর হাতে আটককৃত সাত জনকে ১৬৪ ধারা জবানবন্দি শেষে কারগারে পাঠিয়েছে আদালত। তবে, এ বিষয়ে দুদক কক্সবাজার কার্যালয় থেকে একটি মামলার প্রস্তুতিও নেয়া হচ্ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকতা। তিনি টিটিএনকে জানান, মহেশখালী থানায় করা জিডিসহ যাবতীয় কাগজপত্র ঢাকাস্থ দুদক কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমতি পেলে মঙ্গলবার মামলা করা হতে পারে বলে জানান তিনি।
এছাড়া মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদকে রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। ৩১ আগস্ট মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ কোটি টাকা সমমূল্যের ক্যাবল নৌপথে পাচার কাজে আটককৃতদের প্রাথমিকভাবে সম্পৃক্ততা পাওয়া গেছে।জিজ্ঞাসাবাদে ওঠে আসে এই পাচার কাণ্ডে জড়িত খোদ প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, প্রকল্পের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেন, পস্কোর হিসাব রক্ষক ওয়াহিদ আসিফ রাব্বিসহ আরো বেশ কয়েকজন কর্মকর্তা। শুধু কর্মকর্তা নয়, জড়িত স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ীও। প্রকল্পের কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা যোগসাজশে দীর্ঘদিন ধরে গোপনে সরকারের এই অগ্রাধিকার প্রকল্পে লুটপাট চালিয়ে আসছিলো।
১৩১ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩৫ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৪৩ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫২ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
১৫২ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১৫২ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৫২ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
১৫৪ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে