জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৪তম জন্মদিনে বাগেরহাটের মোরেলগঞ্জে নানা কর্মসূচী পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকাল ৯টায় শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন স্থানীয় সংসদ সদস্য, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণির মানুষ।
পরে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন, সন্মানিত অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, এ সময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা
সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, মেরিন ফিশারিজ অফিসার আবদুল্লাহ আল মোদাচ্ছের, উপজেলা একডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। আলোচনা সভায় বক্তরা শহীদ শেখ কামালের জীবনী মুক্তিযুদ্ধে তার অবদান সহ নানা বিষয়ে আলোচনা করেন।