বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে পৌরসভার মেয়রের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোক দিবস উপলক্ষে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ একটি শোক র্যালি নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার সিনিয়র কাউন্সিলর মোতালেব হোসেন ফকির,কাউন্সিলর সংকর রায়,ওলিউর রহমান সুজন, শাহীন শেখ, ইউনুস সরদার, আসাদুজ্জামান মিলন, রেদওয়ানুল করিম, হীরা বেগম, সাদিয়া সুলতানা, রোকেয়া বেগম প্রমুখ
আলোচনা শেষে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।