নাগেশ্বরী উপজেলার যোগাযোগ সমস্যায় সংকুল পূর্বাঞ্চলে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কচাকাটা থানায় একটি এ্যাম্বুলেন্স উপহার হিসেবে প্রদান করা হয়েছে। আজ ২৮ জানুয়ারি বিকেল ৫টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা এই এ্যাম্বুলেন্সটি প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার জনাব মো. মাহমুদুল হাসান, এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান পলাশ।
বক্তারা তাদের বক্তব্যে জানান, নাগেশ্বরী উপজেলার পূর্ব অংশে নদী দ্বারা বিচ্ছিন্ন এলাকা হওয়ায় স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছিল। এই এ্যাম্বুলেন্স প্রদান এলাকার স্বাস্থ্য সেবা উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, এই উদ্যোগটি জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জরুরি মুহূর্তে সময়মতো সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
কচাকাটা থানার অধীনস্থ জনগণ এ উদ্যোগের জন্য জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৪ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে
২০ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
২৯ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে