কৃষি অফিসারের তদারকিতে নান্দাইলে সার বিতরণ মনিটরিং ব্যবস্থা জোরদার
চলতি রোপা আমন মৌসুমে ময়মনসিংহের নান্দাইলে কৃষক পর্যায়ে সঠিকভাবে সার বিতরণ করতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান নিজে সার বিতরণ মনিটরিং ব্যবস্থা তদারকি করছেন।
ইতিমধ্যে তিনি সকল উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণকে রোস্টার ডিউটির মাধ্যমে দোকান মনিটরিং এর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,রোপা আমন মৌসুমে কৃষকের সারের চাহিদা মেটাতে সেপ্টেম্বর মাসে ৬৩৯ মেট্রিকটন ইউরিয়া সারের বরাদ্দ দেয়া হয়েছে।১৩ জন বিসিআইসি ডিলারের মধ্যে এই সারের বরাদ্দ দেয়া হয়।ইতিমধ্যে সকলেই টাকা জমা দিয়েছেন। সকলেই টাকা জমা দিয়েছেন। সার আসতেও শুরু করেছে।
এরিমধ্যে ডিলাররা চলতি মাসের ৩৫০ মেট্রিকটন সার উত্তোলন করেছেন। বিসিআইসি ডিলার পর্যায়ে সারের মজুদ ২২৮ মেট্রিকটন এবং খুচরা পর্যায়ে ৮২ মেট্রিকটন সহ মোট মজুদ ৩১০ মেট্রিকটন।
এছাড়াও অতিরিক্ত সার বরাদ্দের জন্য চিঠি দেয়া হয়েছে। ইতোমধ্যে ময়মনসিংহ জেলায় অতিরিক্ত ৩ হাজার মেট্রিকটন ইউরিয়া সারের বরাদ্দ হয়েছে। যা দ্রুতই ডিলারদের মধ্যে বিভাজন করে দেয়া হবে।
বিসিআইসি সার ডিলার আলহাজ্ব হেলাল উদ্দিন ভুঁইয়া জানান,কৃষক পর্যায়ে ২২ টাকা কেজি দরে ১১০০ টাকায় প্রতিটি বস্তা বিক্রি করছেন তিনি। নির্বিঘ্নে প্রতিটি কৃষক তার চাহিদামত সার পাচ্ছেন।
উপসহকারি কৃষি কর্মকর্তা আমিনুল হক জানান,কৃষি অফিসারের নির্দেশে তারা নিয়মিত বিসিআইসি এবং খুচরা বিক্রেতার দোকানগুলো নজরদারী করছেন।রোস্টার ডিউটির মাধ্যমে তারা এটি করছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন,প্রতিটি কৃষক যেন খুব সহজেই তার চাহিদামত সার পায় সেইজন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তাছাড়া জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সীদ্ধান্ত মোতাবেক সকল বিক্রেতার দোকানে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা প্রদর্শন, ক্যাশ ম্যামোর মাধ্যমে বিক্রি, স্টক ও বিতরণ রেজিস্টারে লিপিবদ্ধকরণ সহ কৃষকের মোবাইল নাম্বার সংগ্রহে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরো জানান, নিয়মিত ভ্রম্যমান আদালতের মাধ্যমে অনিয়মকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। কোথাও কোন অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। বর্তমান কৃষিবান্ধব সরকার রাসায়নিক সার সহ সকল কৃষি উপকরণ যথাসময়ে এবং ন্যয্য মূল্যে কৃষকের দোরগোড়ায় পৌছাতে বদ্ধপরিকর। সার বিপননে কোন অনিয়ম পরিলক্ষিত হলে ডিলারশিপ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।
কোথাও কোন অনিয়ম পরিলক্ষিত হলে সুস্পষ্ট অভিযোগ উপজেলা কৃষি অফিসারের সরকারি মোবাইল নাম্বার ০১৭০০৭১৫৭৯৩ তে সরাসরি ফোন করার জন্য তিনি অনুরোধ করেন।
জানা গেছে, উপজেলায় চলতি রোপ আমন মৌসুমে ২২ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। রোপন লক্ষ্যমাত্রার শতভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
৭ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে
১৪ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১৬ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে