ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক বোমা হামলা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের উপজেলা পরিষদের সম্মুখ হতে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনারের কাছে এসে শেষ হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতী তারিক জামিলের সভাপতিত্বে যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাও: হুমায়ূন কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মাহাদী হাসান মিম্মান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল আহাদ,সেক্রেটারি মাওলানা ফজলুল করীম।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,একজন মুসলমান হিসেবে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ এবং শোকাহত। এই সময়ে ইসরাইল বাহিনী ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে শত শত নারী-পুরুষ ও শিশুকে নির্বিচারে হত্যা করছে। আমরা ঘরে বসে থাকতে পারি না। সেজন্য আমরা নান্দাইলে শোকাহত হয়ে ইসরাইল বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরও বলেন, ভারতের নাগপুরে মুসলিম নিপিড়ন বন্ধ করার জন্য ভারতের দৃষ্টি আকর্ষণ করছি। যদি অনতিবিলম্বে মুসলিমদের ওপর অত্যাচার নিপীড়ন বন্ধ করা না হয়, তাহলে ছাত্র জনতা মার্চ টু নাগপুর করতে বাধ্য হবে।
এসময় বিশ্বের সব মুসলমানদের একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান তারা। বাংলাদেশ সরকারের কাছেও ইসরায়েলের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানানোর জন্য তারা আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সেক্রেটারি মেহেদী হাসান পলাশ নান্দাইল শাখার সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক, মুহাম্মাদ এমদাদুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি, মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক, মাওলানা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি, মুহাম্মাদ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম শামিম এছাড়াও বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা প্রমুখ।
৫ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
১২ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
১৪ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে