ময়মনসিংহের নান্দাইলে শারদীয় দুর্গা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল।
শনিবার (৫ অক্টোবর) রাতে তিনি নান্দাইল পৌরসভার দুটি পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,মেজর মো: ইশরাকুল হক,নান্দাইল মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ফরিদ আহম্মেদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পূজামন্ডপ কমিটি এবং উপজেলা প্রশাসন কর্তৃক সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মন্ডপে বিপুল সংখ্যাক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে।