নান্দাইলে গাংগাইল ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
সাবেক ব্রিগ্রেডিয়ার জেনারেল বিএনপি নেতা শামসুল ইসলাম শামস্ এর নির্দেশনা মোতাবেক নান্দাইল পৌরসভার সাবেক পৌরমেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে ময়মনসিংহের নান্দাইলে গাংগাইল ইউনিয়নে বিএনপির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) গাংগাইল ইউনিয়ন বিএনপি নেতা আলী আসলাম ভূইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল নেতা ইমামুল হক চন্দনের সঞ্চালনায় গাংগাইল বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা জোরদার করার জন্য আলোচনা সভায় সিদ্বান্ত গ্রহণ করা হয়।এসময় গাংগাইল ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা আলী আসলাম ভূইয়া, সিরাজুল ইসলাম, যুবদল নেতা ইমামুল হক চন্দন, জিসান আহমেদ স্বপন, স্বেচ্ছাসেবক দল নেতা আনিসুজ্জামান রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।
ধর্ম যার যার,নিরাপত্তার অধিকার সবার " দেশ নায়ক তারেক রহমানের এই স্লোগান বাস্তবায়নে কাজ করছে নান্দাইল উপজেলার বিএনপি-নেতাকর্মী।
বক্তারা বলেন,এই বাংলাদেশ আপনার আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক সবক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি,এটাই বিএনপির রাজনীতি। তাই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে সোচ্চার থাকতে হবে।