মাহবুব আলম
শরীয়তপুর প্রতিনিধি
নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের ঘড়িসার বাজারে মধ্যে রাতে ভয়াবহ আগুন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের ঘড়িসার বাজার কাঠ পট্টিতে রাত ১২টা ১৫ মিনিট এর সময় এ আগুন লাগার ঘটনা ঘটে।
পরে পাসের দোকানে কাজ করা একটি ছেলে এ আগুন দেখতে পেয়ে ডাক চিৎকারে আরো লোকজন বেরিয়ে আসে এবং আগুনের তিব্রতা বারতে থাকলে এক পর্যায়ে বাজার মসজিদ এর মোয়াজ্জেন এর মাইক এ ঘোসনার পর এলাকা বাসি ছুটে আসে। এবং আগুন নিভানোর চেস্টা করে। এই বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক এর কর্মকর্তা ওয়াহেদুজ্জামান দুটি গ্যাস সিলিন্ডার এবিসি পাউডার ও সিওটু অগ্নি নির্বাপক নিয়ে ছুটে আসে এবং আগুনে প্রয়োগ করে অনেকটা নিয়ন্ত্রণে আসে এস সাথে স্থানীয় লোকজনের প্রচেস্টায় দোকান থেকে ফার্নিচার গুলো সরাতে সক্ষম হয়।
পরে ফায়ার সার্ভিস এসে বাকিটা নিয়ন্ত্রণ করে।
এ বিষয় ফায়ার সার্ভিস এর কর্মকর্তা তপন কুমার ঘোষ বলেন বাজার পর্যন্ত আসতে চাকধ বাজার রাস্তায় ভেকু ও বাজারের একটু আগে পাগলার মোর এলাকায় একটি তেলের গাড়ি আটকে থাকায় আমাদের আসতে একটু দেরি হয়েছে। আমরা আরো ৮ মিনিট আগেই আসতে পারতাম। তবে এখন আমরা সম্পুর্ন আগুন নিভাতে সক্ষম হই। তবে এখন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি।
৫ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে