পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন আয়োজন করেছে "ঈদ উপহার প্রকল্প ২০২৫"। শনিবার (২৯ মার্চ) ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা নড়িয়ার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ১০০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।
স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইউসুফ সিয়াম বলেন, "ঈদ উপহার প্রকল্প ২০২৫ এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আমাদের লক্ষ্য ছিল, ঈদের দিন প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবার যেন আনন্দের সাথে ঈদ কাটাতে পারে। আমাদের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন, যার ফলে আমরা ১০০টিরও বেশি পরিবারকে সুষ্ঠুভাবে ঈদ উপহার দিতে সক্ষম হয়েছি। গত বছর আমরা ফিলিস্তিনের গাজা বাসীর জন্য প্রায় অর্ধ লক্ষ টাকার ঈদ উপহার দিয়েছিলাম এবং স্থানীয়ভাবে ৩০০ পরিবারকে ঈদ উপহার প্রদান করেছিলাম। তবে এবারে কিছু সীমাবদ্ধতার কারণে এই সীমিত পরিসরে স্থানীয় পর্যায়ে আয়োজন করেছি। ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য আরও বড় পরিসরে এই মানবিক কার্যক্রম চালানো এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় এটি বিস্তৃত করা।"
এই প্রকল্পের পরিচালনায় আরও যুক্ত ছিলেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সহ-রক্তদান ও ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রোহান, অর্থ বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ এবং দপ্তর সম্পাদক শাহিন মাল।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, "এই সহায়তা প্রবাসী ও স্থানীয় দাতাদের দানে সংগৃহীত তহবিল থেকে করা হয়েছে। মানুষের ঘরে ঘরে গিয়ে সহায়তা পৌঁছানো ছিল আমাদের জন্য আনন্দের, যদিও কিছু চ্যালেঞ্জও ছিল। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি, সমাজের সকল স্তরের মানুষ আমাদের সহযোগিতা করবে, যাতে অসহায় পরিবারগুলো শুধু ঈদে নয়, বরং বছরের অন্যান্য সময়ে প্রয়োজনীয় সহায়তা পেতে পারে।"
স্বপ্নযাত্রা ফাউন্ডেশন মানবিক সংগঠন হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার উন্নয়নে কাজ করছে। এই ধরনের উদ্যোগগুলোর মাধ্যমে সংগঠনটি মানুষের সহায়তায় দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে আশাবাদী ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীরা।
৩ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
১৭ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে