মাহবুব আলম
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর নড়িয়ায় ১ হাজার ৪ শত ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০.২ কিলোমিটার বেড়িবাঁধ “জয়বাংলা এভিনিউ” এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ অক্টোবর) সকালে গনভবন থেকে পানি সম্পদ মন্ত্রনালয়ের ৮০ টি সমাপ্ত প্রকল্পের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বেড়িবাঁধটির উদ্বোধন করেন তিনি।
এ উদ্বোধন বিশেষভাবে উদযাপনের জন্য নড়িয়ার সাড়ে ৩ শত জন জেলে তাঁদের নৌকা বর্ণিল সাজিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশগ্রহন করেন। মুলফৎগঞ্জ ঘাটে নদী রক্ষা বাঁধ ঘেঁষে নোঙর করে রাখা হয় নৌকাগুলো। নৌকাগুলো রঙ বেরঙের বেলুন, জাতীয় পতাকা, আওয়ামী লীগের দলীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে সাজানো হয়। এসময় পদ্মাপাড়ে মানুষের ঢল নামে। হাজার হাজার মানুষ বাদ্য যন্ত্রের তালে তালে মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের এনামুল হক শামীম এমপি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমূখ।
অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেন, ৪ বছর আগেও নড়িয়ায় নদীভাঙন ছিল। হাজার হাজার মানুষ ভিটেমাটি হারা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে এখন আর নড়িয়ায় নদী ভাঙন নেই। ভাঙন কবলিত নড়িয়ায় এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। গত ৫০ বছরের ভাঙন রোধ হয়েছে বাঁধের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে বাঁধ নির্মাণ হয়েছে। এজন্য নড়িয়ার মানুষ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
৫ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে