মাহবুব আলম
শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রজনন মৌসুম উপলক্ষে নদীতে চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা । নিষেধাজ্ঞা অমান্য করে যারা মাছ নিধন করছে তাদের বিরুদ্ধে চলছে অভিজান।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নড়িয়া মৎস্য কর্মকর্তা, নৌ বাহিনীর সদস্য ও মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নিয়েছে এ অভিজানে।
রবিবার (২২ অক্টোবর) শরীয়তপুর নড়িয়া উপজেলা পদ্মা নদীতে সকাল থেকে চালানো হয় এ অভিজান। চলে বিকেল পর্যন্ত।
এ সময় ১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ মাছ সহ ১৩ জন জেলে আটক করা হয়। পরে মোবাইলকোর্ট এর মাধ্যমে মাছগুলো এতিম খানায় বিলি করা হয়, অবৈধ কারেন্ট জাল পুরিয়ে নস্ট করা হয়। এবং আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন আমরা মা ইলিশ রক্ষা অভিজান পরিচলনা করছি। এতে ১৩ জনকে আটক করি। এদের কাছে ১৫ কেজির মতো ইলিশ মাছ পাওয়া গেছে এবং প্রায় ১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এ অভিজান অব্যাহত থাকবে।
৫ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে