শরীয়তপুরে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
শনিবার (৩১ আগষ্ট) বিকেলে শরীয়তপুর চিকন্দি ফুড পার্কে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা আমির আব্দুর রব হাশেমীর সভাপতিত্ত্বে পরিচয় পর্বের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় জামায়াতের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির মাওলানা খলিলুর রহমান ও জেলা নায়েবে আমির মকবুল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বও আমাদের সবার। হিন্দু মুসলিম বিভেদে না যেয়ে আমরা কাদে কাদ রেখে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে পরষ্পরকে সহযোগিতা করব এবং একটি সুখি সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলব।
পুজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, সুশীল চন্দ্র দেবনাথ, রনজিত কুমার সাহা, শ্রী গবিন্দ চন্দ্র সাহা, মিন্টু চন্দ্র পোদ্দার, রতন পালসহ প্রমুখ।
হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, আজকের এইদিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কৃতজ্ঞা জানিয়ে তারা বলেন, আমরাও আমিরে জামায়াতের বক্তব্য শুনি, তার প্রতিটা কথা আমাদের হৃদয় পর্যন্ত ছুয়ে যায়, কি সুন্দর তার শব্দ চয়ন! ৫ই আগষ্টের পর সারাদেশে যখন আমরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন এই জামায়াতের নেতৃবৃন্দ আমাদের শরীয়তপুরসহ সারা দেশে যে নিরাপত্তার চাদরে আমাদের বেষ্টিত করে রেখেছেন তার জন্য আমরা সবাই ঋণী ও কৃতজ্ঞ।
অবশেষে তারা সবাইকে আসন্ন দুর্গা উৎসবে সবাইকে নিমন্ত্রণ জানান ও সর্বদা তাদের পাশে থাকার অনুরোধ করেন।
এছাড়াও তত্ত্বভিত্তিক বক্তব্য রাখেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন শিক্ষক ও গুণীজন।
৫ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে