নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরে নড়িয়া উপজেলায় "মা ইলিশ রক্ষা করুন, ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন" শীর্ষক স্লোগান নিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর বাজার মৎস্য আড়ৎ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এসএম রেজাউল করিম, উপ-পরিচালক, মৎস্য অধিদপ্তর, ঢাকা বিভাগ।
উপজেলা নিবার্হী অফিসার শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার জাকির মৃধার আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোল্লা এমদাদুল্যা, প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. সেলিম আকতার, জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর।
এসময় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তী সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে।
উক্ত অনুষ্ঠানে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জেলে ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
৫ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে