শরীয়তপুর জেলার নড়িয়ার ঘড়িষার ইউনিয়নের হালইসার মুন্সি বাড়ি জামে মসজিদে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) এলাকাবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে রিয়াজ আহমেদ মুন্সির সভাপতিত্বে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মসজিদে আলোকসজ্জা করা হয়। এতে করে হযরত আলী (রা.) মাদ্রাসার ছাত্র ছাত্রীসহ এলাকার অধিকাংশ শিশু-কিশোররা উৎফুল্ল নিয়ে মসজিদে উপস্থিত হন। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বাদ আসর আলোচনা সভা এবং দ্বিতীয় অধিবেশনে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা খায়রুল আলম এবং দোয়া পূর্ব বক্তব্যে সভাপতি রিয়াজ আহমেদ মুন্সি বলেন, "আজকে আমাদের ইমাম সাহেব যে সুন্দর আলোচনা রাখলেন এর থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবন ও পরিবারকে গড়ে তোলার চেষ্টা করব এবং এই সমাজে আমরা সবাই সুখে দু:খে একে অপরের পাশে থাকব।
অত্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি মোকলেছুর রহমান মোল্লা, সেক্রেটারি জাহাঙ্গীর আলম বেপারী, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান বেপারী, আজিজুল হক মোল্লা, সারফিন খান প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম আলাউদ্দিন মুন্সিসহ সমাজের মৃত মুরব্বিদের রুহের মাগফেরাত কামনা ও তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।
৫ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে