শরীয়তপুরে নড়িয়ায় ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পের মাধ্যমে তিনশতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
এ ক্যাম্পের চিকিৎসক, ঔষধসহ সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আব্দুর রাজ্জাক। মেডিক্যাল ইকুইপমেন্ট সামগ্রী সরবরাহ করেন আইল্যান্ড গ্রুপের নির্বাহী পরিচালক সাংবাদিক মাহবুব আলম ও ঘড়িষার ডিজিটাল হাসপাতাল। এবং এই ক্যাম্পেইনের উদ্যোগ ও পরিচালনার দায়িত্ব নেন বসুন্ধরা শুভসংঘ নড়িয়া উপজেলা শাখা।
সকাল ৯ টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু হয়।
এই ক্যাম্পে ডা. আব্দুর রাজ্জাকসহ আরও চিকিৎসা সেবা দেন ডা. সাইফুল ইসলাম রোজ, ডা. নূপুর বিশ্বাস, ডা. অনিদ্য দাস ও ডা. আহসান আরা সীমা। ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ঔষধ ও খাওয়ার নিয়ম বুঝিয়ে দেন ফার্মাসিস্ট বিএম মোবারক হোসাইন ও রাসেল শিকদার।
আগত তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনা মূল্যে তাদের ডায়াবেটিস, রক্তচাপ ও ওজন পরিমাপ করা হয়। এ ছাড়া বিশেষভাবে ৩০ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার পরীক্ষার জন্য ভায়া রেজিস্ট্রেশন করে রেফারেল ফরম দেওয়া হয়।
উদ্ভোধনী বক্তব্যে ডা. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে চর্মরোগ এবং বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ মহামারী আকার ধারণ করছে। কিন্তু অনেক রোগী আর্থিক অসচ্ছলতার কারণে দামী ঔষধ ক্রয় করতে পারেনা যার ফলে এসব রোগ দিন দিন বেড়ে চলছে। তাই এর প্রকোপ কমাতে আমি সাংবাদিক মাহবুব আলমের সাথে পরামর্শক্রমে এই এলাকাটি বাছাই করি। এখানে আজ আমিসহ ৪ জন রেজিস্ট্রারকৃত এমবিবিএস ডাক্তার রোগী দেখব এবং বিশেষ করে চর্মরোগ ও ঠান্ডা জ্বরের প্রায় সব ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করব।
ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, অনেক রোগী আর্থিক কারণে ডাক্তারও দেখাইতে পারেনা এবং ওষুধও খেতে পারেনা। আজ ডা. আব্দুর রাজ্জাকসহ আরো যে ডাক্তাররা আমার এলাকার এই জনগোষ্ঠীকে ফ্রিতে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করতে এসেছেন আমি তাদের প্রতি সর্বোচ্চ খুশি ও কৃতজ্ঞ। আমি চাই হতদরিদ্রদের জন্য তাদের এই কার্যক্রম সর্বসময় অব্যাহত থাকুক।
৫ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে