নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে ছোট ভাইদের বিরুদ্ধে। গত ০৭ সেপ্টেম্বর উপজেলার ঘড়িসার ইউনিয়নের হালইসার গ্রামের ধলু মিয়া সিকদার (৭০) এর পরিবারের উপর এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় নড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্তরা হলেন ধলু মিয়া সিকদারের আপন ছোট ভাই লাল মিয়া সিকদার (৬৫) ও আবু কালাম সিকদার (৫০)।
জানা যায়, ওয়ারিশ সুত্রে ও বন্দোবস্ত সুত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে হালইসার গ্রামের মৃত আলী মিয়া সিকদার এর তিনপুত্র যথাক্রমে ধলু মিয়া সিকদার, লাল মিয়া সিকদার ও আবু কালাম সিকদার এর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ন জমি নিয়ে একাধিক অভিযোগ এর ভিত্তিতে উপজেলা ভুমি অফিস কর্তৃক তাদের সীমানা নির্ধারণ করে দেয়া হয়। জানা যায়, বিরোধপূর্ন জমিতে গত ০৭ সেপ্টেম্বর ছোট ভাই আবু কালাম শিকদার একটি ঘর উত্তোলন করতে চাইলে বড় ভাই ধলু মিয়া সিকদার এর পরিবারের লোকজন বাধা দেয়। এতে বাক বিতন্ডার এক পর্যায়ে মেঝ ভাই লাল মিয়া সিকদার ও ছোট ভাই আবু কালাম সিকদারের লোকজন বড় ভাই ধলু মিয়া এবং তার পরিবারের উপর হামলা করে। হামলায় ধলু মিয়া সিকদারের স্ত্রী আয়েশা বেগম (৬০), পুত্র বধু ডালিয়া আক্তার (২৪), পুত্র আল আমিন সিকদার (২৮), রাকিব সিকদার (২০) এবং ১৮ মাস বয়সী নাতনি আফরিন আক্তার মারাত্মকভাবে আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেন।
এ ব্যাপারে ধলু মিয়া সিকদার বলেন, ‘বিরোধপূর্ন জমি নিয়ে ভুমি অফিসে অভিযোগ দিলে তারা সীমানা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু গত ৭ সেপ্টেম্বর আমার ভাইয়েরা জোর পূর্বক আমার জমিতে ঘর উত্তোলন করতে চাইলে আমার স্ত্রী-সন্তানরা বাধা দেয়। এক পর্যায়ে তারা বহিরাগত লোকজন নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার পুরো পরিবারের উপর হামলা করে। তারা আমার ১৮ মাস বয়সী নাতনিকেও ছাড় দেয়নি। আমার পরিবারের সদস্যরা বর্তমানে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। আমি এ হামলার বিচার চাই।’
এ ব্যাপারে অভিযুক্ত আবু কালাম সিকদার বলেন, ‘আমার বড় ভাই আমাদের ঠিক মত সম্পত্তি দেননি। তিনি আমাদের ঠকিয়েছেন। এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। সেদিন বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে বড় ভাইয়ের পরিবারের লোকজন আহত হয়েছেন।’
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, এ সংক্রান্ত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
৫ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে