শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে সোমবার বিকেলে ১৫ বছর বয়সী এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে সুরেশ্বর নৌ পুলিশ। নিহতের নাম মিরাজ মোল্লা, তিনি বরিশালের বানারিপাড়া উপজেলার বাসিন্দা মো. মিলন মোল্লার ছেলে।
স্থানীয়রা কীর্তিনাশা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুরেশ্বর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং শনাক্তের পর মর্গে পাঠায়।
মিরাজ বালু পরিবহনের বলগেটে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিন দিন আগে তিনি নিখোঁজ হন, যার প্রেক্ষিতে তার সহযোগীরা নড়িয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন।
সুরেশ্বর নৌ ফাঁড়ির পরিদর্শক আব্দুল জলিল বলেন, ‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
৫ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে