ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানাহ আয়োজনের মাধ্যমে “বাংলা নববর্ষ ” পহেলা বৈশাখ পালিত হয়েছে।
শুক্রবার ১৪ এপ্রিল ২০২৩, পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষে উপজেলা প্রশাসন এর উদ্যোগে সকালে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম উপজেলা নির্বাহী অফিস মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন, সরকারি মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামিল ফোরকান। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র/ ছাত্রীসহ গন্যমান্য ব্যক্তিগণ। সভার শেষে ” এসো হে বৈশাখ এসো এসো ” এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।