নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ এপ্রিল ২০২৩ গণভবন থেকে ভার্চুয়ালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে চতুর্থ পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন।
নাসিরনগর ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার তৌহিদ মিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ,কাজী, ইমামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
৬৮ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
৯২ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯৩ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯৪ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০৯ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১৫ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
১২২ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে