নাসিরনগরে নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:
ইন্সটিটিউট অফ লাইভস্টক সায়েন্স এ- টেকনোলজি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ“ডিপ্লোমা ইন লাইভস্টক”স্টুডেন্টস ফেডারেশন(বিডিএলএসএফ)আইএলএসটি নাসিরনগর শাখার উদ্যোগে ইন্সটিটিউট অফ লাইভস্টক সায়েন্স এ- টেকনোলজি‘র ক্যাম্পাস চত্বরে ৪র্থ দিনের মত বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগবিধিতে ভেটেরিনারি ফিল্ড এ্যাসিসট্যান্ট(ভিএফএ) ও সমমানের পদে অগ্রাধিকার (%)সহ ডিপ্লোমা ইন লাইভস্টক সংযুক্তকরণ,দ্রুত নিয়োগবিধি প্রণয়ন,নিয়োগ বিজ্ঞপ্তি প্রদানসহ নবসৃষ্ট উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পদে দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা অংশ নেয়। বাংলাদেশ “ডিপ্লোমা ইন লাইভস্টক” স্টুডেন্টস ফেডারেশন আইএলএসটি নাসিরনগর শাখার সহ-সভাপতি আবদুর রাহিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান বন্ধন,যুগ্ম- সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ খান সিহাব ও ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার জেলী প্রমূখ। মানববন্ধনে শিক্ষার্থীদের দাবী সমূহ উল্লেখ করে তা মেনে নেয়ার আহবান জানান। পরে এক বিক্ষোভ মিছিল বের হয়।
৬৮ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯২ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯৩ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯৪ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০৯ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১১৫ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
১২২ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে