নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন চাতলপাড় ডিগ্রি কলেজে অধ্যক্ষ মো. ওমর আলী।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের তালিকা প্রকাশ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ক, খ, গ ও ঘ ক্যাটাগরিতে মাদ্রাসা, স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম স্থান অধিকার করেছেন, তাদেরকে সেরা হিসেবে ঘোষণা করা হয়েছে।
তারা হলেন- কেরাত গ্রুপে যথাক্রমে আমরিনা আক্তার,নিয়ামত উল্লাহ, হাসনা আক্তার, আখি বেগম।হামদ/নাত গ্রুপে নিফরাত জাহান তুলি,আইরিন আক্তার, সাবরিনা সুলতানা, আখি আক্তার।
বাংলা রচনায় সৃষ্টি রায়,ইসরাত জাহান তারিন,তাসফিয়া জান্নাত সিমলা।ইংরেজি রচনায় আয়েশা কাওসার স্নেহা,মাহির তাবিন দুরন্ত,রাতুল চক্রবর্তী।
বাংলা কবিতা আবৃত্তিতে তনুশ্রী সাহা,সাদিয়া সাবাহ জেসি,রাতুল চক্রবর্তী।একক বিতর্কে নওরিন জাহান মাহি,সোনিয়া রহমান,রাতুল চক্রবর্তী।দেশাত্মবোধক গানে প্রাচুর্য্য সরকার,আঁচল সরকার,প্রপিতা রায় বাধন।
রবীন্দ্র সংগীতে শায়ন্তিকা দাস, অনন্যা বর্ধন, প্রপিতা রায় বাঁধন। নজরুল সংগীতে শ্রাবণী দেব অর্পা, আঁচল সরকার, স্বর্ণালী দেব। উচ্চাঙ্গ সংগীতে শায়ন্তিকা দাস, শৈলি দেব নির্ঝরা, অজয় চৌধুরী। লোকসংগীতে বৈশাখী দাস টুম্পা, জয়শ্রী দেব, স্বর্ণালী দেব। জারীগানে ইমিলি মল্লিক ও তার দল, মৌমিতা মজুমদার ও তার দল, অজয় চৌধুরী ও তার দল। নির্ধারিত বক্তৃতায় মৌমিতা আলম চৌধুরী, সোনিয়া রহমান, রাতুল চক্রবর্তী। উচ্চাঙ্গ নৃত্যে পূর্না বণিক, শতাক্ষি সরকার, রাহুল দাস।লোক নৃত্যে লিমা দাস, বর্ষা দেব, অর্পিতা বিশ্বাস। তাৎক্ষণিক অভিনয়ে কৃপা দেবনাথ ঋতু,শেখ জাহিদুর রহমান, নিঝুম আক্তার।
উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী সাবিকা আক্তার,সাদিয়া সাবাহ জেসি,নয়নমনি খাতুন।শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোহাম্মদ আল-আমিন, পলাশ মজুমদার, শেখ ছায়েদুল হক। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মো.ওমর আলী( কলেজ পর্যায়), মো. আব্দুর রহিম( হাইস্কুল), মো. ইলিয়াস মিয়া(মাদ্রাসা)।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছেন যথাক্রমে –নাসিরনগর সরকারি কলেজ, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসা।
এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট প্রতিষ্ঠান হিসেবে চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক অরবিন্দু গোপ ও শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে মুহাম্মদ সিরাজুল ইসলাম সেরা হয়েছেন
৬৮ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯২ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯৩ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯৪ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০৯ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১১৫ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
১২২ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে