নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
খেজুর পাড়তে গিয়ে বিদুৎপৃষ্টে গুরুতর আহত ২শিশুর অবস্থা আশঙ্কা জনক।দোকানের উপর দিয়ে বয়ে চলা বিদ্যুতের লাইনে ঘঠছে প্রতিনিয়ত নানানধরনের দুর্ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর সরকবাজার সংলগ্ন রাস্তার পাশে নির্মিত দোকানের উপর ঘেষে বিদ্যুতের মেইন লাইন সংযোগ দেয়া হয়েছে।
এতে করে নানান সময় কোন না কোনভাবে দুর্ঘটনা ঘঠেই চলছে।গতকালকে ২জন শিশু খেজুর পাড়তে দোকানের উপর উঠলে দুর্ভাগ্যবশত তারা বয়েচলা বিদ্যুতের মেইন লাইনে স্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যায়।রাস্তা দিয়ে আগত লোকজন দেখ দ্রুত বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে।পরে তাদেরকে আশঙ্কাজনকভাবে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে সরজমিনে গিয়ে
দোকানের মালিক সৈয়দ শরিফের সাথে কথা বললে তিনি বলেন-রাস্তার পাশ ঘীরে খেজুর
গাছ থেকে শিশুরা খেজুরের সিজনে প্রায় খেজুর পাড়তে গাছে উঠে।গতকালকে কয়েকজন শিশু আমার দোকানের উপর দাড়িয়ে খেজুর পাড়তে গেলে দুর্ভাগ্যবশত তারা আমার দোকানের উপর বয়ে চলা বিদ্যুতের মেইন সংযোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যায়।তিনি আরও বলেন- গত বছর ঠিক একি সময় এ জায়গাটিতেই খেজুর পাড়তে গিয়ে আরেকজন লোক বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয় এমনকি তিনি এখনো পরিপূর্ণ সুস্থতা লাভ করেনি।
তাই এলাকাবাসীসহ আমাদের দাবি বিদ্যুতের মেইন সংযোগগুলোতে প্লাস্টিকের কোন কভার দিয়ে দেয়া হোক যাতে বিদ্যুতপৃষ্ট হয়ে কোন দুর্ঘটনা না ঘটে।
৬৮ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯২ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯৩ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯৪ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০৯ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১১৫ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২২ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে