ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মোজাম্মেল হক(৩৩) নামে এক শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছে এবং কাইয়ুম মিয়া (৩০) নামে আহত হয়েছে ১ জন।
মঙ্গলবার ২৩ মে সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নে লালুয়ারটুক মাঠে বজ্রপাতে সোনাতুলা গ্রামের মতি মিয়ার ছেলে মোজাম্মেল হক (৩৩) নামে এক শ্রমিক মারা যায় এবং ঝামারবালি গ্রামের গোলাপ মিয়া ছেলে কাইয়ুম মিয়া (৩০) আহত হয়েছে। জানা যায়, মোজাম্মেল হক, কাইয়ুম মিয়াসহ ৬ জন একত্রে লালুয়ারটুক ব্রিকস মিল থেকে কাজ করে বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে মোজাম্মেল হক গুরুত্ব আহত হলে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর কতব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত কাইয়ুম মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহত পরিবারের আর্থিক সহায়তার সার্বিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
৬৮ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯২ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
৯৩ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৯৪ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১০৯ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
১১৫ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
১২২ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে