জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে মেডিকেল টেকনোলজিষ্ট(ইপিআই) শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুল্লাহ সরকার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা: সুব্রত চক্রবর্তী। অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা,চিকিৎসক ও সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেডিকেল টেকনোলজিষ্ট(ইপিআই) শাখাওয়াত হোসেন সভায় জানান, ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়নে ৩১৩টি টিকাদান কেন্দ্র থেকে (৬মাস থেকে ১১ মাস পর্যন্ত) ৫ হাজার ৩২১ জন ও (১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত) ৪৬ হাজার ৪‘শ ১৯ জন শিশুকে ভিটামিন‘এ’ ক্যাপসুল খায়ানো হবে। এজন্য উপজেলায় টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য কর্মীসহ ৬২৬ জন সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।
৬৮ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯২ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯৩ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯৪ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০৯ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১১৫ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
১২২ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে