ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন করে। উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় ও ভলাকুট কে.বি উচ্চবিদ্যালয় দল অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্বে বির্তকের বিষয় ছিল দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা। এতে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় বিপক্ষে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া রহমান। বিচারকের দায়িত্বে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইয়া, নাসিরনগর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রৌশন আরা। প্রতিযোগিতা শেষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আবদুর রহিমের সভাপতিত্বে সম্পাদক আকতার হোসেন ভূইয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি মো: মোনাব্বর হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
৬৮ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৯২ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৩ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯৪ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০৯ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১১৫ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২২ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে