নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১০ঘটিকায় নাসিরনগর প্রশিখা হলে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং গীতাপাঠের মাধ্যমে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
নাসিরনগর উপজেলা শাখার সভাপতি জনাব মো:শফিকুল ইসলাম ইউনুছের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক জনাব মো:আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জনাব মুন্সি সাব্বির আহাম্মদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ফান্দাউক মর্নিং সান কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব নান্টু দেব। -নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো:রিয়াজুর রাশিদ রুবেল, জনাব ফিরুজ আহমেদ,জনাব শিবলী চৌধুরী, জনাব সাজ্জাদ মোর্শেদ সোহান,বকুল চৌধুরী, জনাব শাহআলম,জহিরুল ইসলাম,মাওলানা মোজাম্মেল হক মাসুমীসহ নাসিরনগর উপজেলার সকল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক,পরিচালক,সহ:শিক্ষকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে-জনাব মুন্সি সাব্বির আহাম্মদ বলেন-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন সমান হারে শিক্ষাখাতে ভূমিকা পালন করছে।দেশে বিভিন্ন সময়,বিভিন্ন কিছু কু চক্রি মহল কিন্ডারগার্টেন গুলো বন্ধ করতে নানান নীল নকশা প্রণয়ন করেন। কিন্তু আমরা তা হতে দেবনা প্রয়োজনে দাবী আদায়ে আমরা রাজপথে নামবো।
এ সময় আগত বক্তারা কিভাবে কিন্ডারগার্টেন কে নানান ধরনের হুমকির মুখ থেকে রক্ষা করা যায় তার উপর মতপরামর্শ প্রদান করেন।
৬৮ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৯২ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৩ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯৪ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০৯ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১১৫ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২২ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে