বিএনপি চেয়ারপারসনের সদ্য বহিষ্কার হওয়া উপদেষ্টা সৈয়দ একরামুজ্জামানকে এবার অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে দলীয় কার্যালয়,পুরাতন কোর্ট রোড, নাসিরনগর এক সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপি।
এ বিষয়েে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান ও সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন বলেন, মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রহুল কবীর রিজভী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান কে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করেন। এ খবর প্রকাশিত হওয়ার পর নাসিরনগর উপজেলা বিএনপির জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।তাই আমরা নাসিরনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা নাসিরনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সৈয়দ এ কে একরামুজ্জামান কে প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর যদি নাসিরনগর বিএনপি পরিবারের কেউ সৈয়দ এ কে একরামুজ্জামান কে কোনোভাবে সহযোগিতা করেন তাহলে আমরা তার বিরুদ্ধেও ব্যবস্থা নেব।
৬৮ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৯২ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৩ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯৪ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০৯ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১১৫ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২২ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে